লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা (কালীপূজা) উপলক্ষে গত সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে আগামী বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর-চ্যাংড়াবান্ধা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানায়, সনাতনীদের কালীপূজা উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) থেকে বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।
বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়, বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে উভয় দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানায়, দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে ভারতের চ্যাংড়াবান্ধা ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে আমাদের একটি চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানায়, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা কালীপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ দিন স্হলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে এ সময় কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২৩ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।
কেকে/বি