হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে ঢাকা যেন জনমানবশূন্য হতে শুরু করেছে। ব্যস্ত নগরী হয়ে পড়েছে অনেকটা নিশ্চুপ। নেই জ্যামজটের কোনো ঝামেলা, রাস্তাগুলো প্রায় যানবাহন শূন্য হয়ে পড়েছে।
বুধবার (১ অক্টোবর) সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটিতে থাকছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
সরেজমিনে দেখা যায়, বনানী, খিলক্ষেত, উত্তরা, মিরপুরসহ রাজধানীর অধিকাংশ রাস্তয় সকালে এ দৃশ্য লক্ষ্য করা যায়। রাস্তাঘাটে তেমন দেখা মিলছে না যানবাহনের। ছুটির দিন হওয়ায় বাসে যাত্রীদের সংখ্যা কম। বাসের হেল্পাররা স্টপেজগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রীদের ডাকছে। যেখানে গত একদিন আগেও সাধারণ যাত্রীরা জোর করেও কোনো কোনো পরিবহনের দরজা খুলতে পারেনি।
মিরপুর থেকে বনানীতে আসা পথযাত্রী এএসএম বিপুর সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিনের মতো অফিসের কাজে আজকেও বনানীর উদ্দেশ্যে বের হই। কিন্তু ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের মতো তেমন চোখে পড়ছে না যানবাহন। মানুষের ভিড়ের কারণে যেখানে যাতায়াতে ভোগান্তি হতো সেখানে আজ বাসের সিটগুলো লোকশূন্য।
খিলক্ষেত থেকে আসা পথযাত্রী আব্দুর রাজ্জাক জানান, আমি ব্যক্তিগত কাজে মহাখালীর উদ্দেশ্যে বের হই। খিলক্ষেত থেকে মহাখালী যেতে যেখানে সময় লাগতো প্রায় এক ঘণ্টা সেখানে আজকে ছুটির দিন হওয়ায় পনেরো মিনিটে পৌঁছে যাই। বাসেও তেমন কোনো ভিড় নেই। বেশিরভাগ সিটই ফাঁকা।
দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের ছুটি পাওয়ায় অনেকেই পরিবারের সাথে সময় কাটানোর জন্য ঢাকা ত্যাগ করেছে। অনেকে বিনোদনের জন্য পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণে গেছে। এতে ব্যস্ত নগরী ঢাকা যেন মানবশূন্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। এতে তখনো সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে টানা চারদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী এ বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি।
কেকে/ এমএস