রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, বিগত সময়ে নানা দমন-পীড়নের কারণে তারা রাজপথে দাঁড়াতে পারেননি। কিন্তু এখন সংগঠন আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।
তারা জানান, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এবং থাকবেন। সিনিয়র নেতারা আগামীর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে।
মোহাম্মদপুর থানা যুবদল নেতা মো. শফি উল্লাহ সরকার লিটন বলেন, ‘আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি। তারেক রহমানের নির্দেশে দলকে আরো শক্তিশালী করে এগিয়ে নেবো। ১৬ বছর আমরা ধৈর্যের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করে এসেছি, সামনে আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা যুবদলের নেতা মো. শফি উল্লাহ সরকার লিটন, মোকসেদুল হাসান মিন্টু, মো. আইয়ুব আলীসহ ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের মো. নুরে আলম, মো. রতন খান ও রহমত হোসেন জয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল বিএনপির অন্যতম বলিষ্ঠ শক্তি হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে।
কেকে/ এমএস