বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
রাজধানী
ঢাকা-১৩ আসনে বিএনপির অঙ্গসংগঠনের বিশাল মিছিল
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম আপডেট: ২৫.১১.২০২৫ ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর ঢাকা-১৩ আসনে বিএনপির ধানের শীষের সমর্থনে যুবদলের উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরেবাংলা নগর এলাকা থেকে শুরু হওয়া এ মিছিল মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এলাকায় এসে শেষ হয়।

মিছিলটিতে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো আসনজুড়ে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল মিছিলটি।

নেতাকর্মীরা জানান, গত ১৬ বছর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচনে সেই সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করছেন। তাদের দাবি, জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন।

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন করছে পুরো বিএনপি ও অঙ্গসংগঠন। নেতারা বলেন, একজন শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে ববি হাজ্জাজকে প্রার্থী করা একটি ইতিবাচক সিদ্ধান্ত, যা আসনে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। তারা বিশ্বাস করেন, জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। নেতারা জানান বিএনপি এবং ধানের শীষের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  বাংলাদেশের অন্যতম  শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এটি। ১৯৭৮ সালের (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়। এরপর এই দলটি বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় আসে।

দীর্ঘ ১৭ বছর দলটির নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এসেছে অনেকেই জেল-জুলুম এর শিকার হয়েছে। নেতারা জানান দেশে নিরপেক্ষ আবাদ ও সুষ্ঠু নির্বাচন হবে ২৬ সালের নির্বাচনে তারা সংসদে যাবে। নেতারা আরো জানান বিএনপি একটি গণমানুষের দল, তারা জনগণের কল্যাণে কাজ করে এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র পাবে দেশের জনগণ।

এই বিশাল মিছিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা জাহিদ হোসেন মোড়লের পক্ষে। এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, ঢাকা মহানগর উত্তর জাসাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম মিন্টু, ঢাকা মহানগর উত্তর কৃষক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ফারুক,ঢাকা মহানগর উত্তর জাসাস যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন মন্ডল ,স্বেচ্ছাসেবক দল শেরেবাংলা নগর থানা সাবেক আহ্বায়ক জি এম বাদল, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু,মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন,শেরে বাংলা নগর থানা মহিলা দলের আহ্বায়ক জান্নাত চৌধুরী, আদাবর থানা ছাত্রদলের সাবেক সভাপতি এইচ এম মোজাম্মেল হোসেন, আদাবর থানা যুবদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম,মোহাম্মদপুর থানা কৃষক দলের সদস্য সচিব শাকিল মোল্লা, শেরে বাংলানগর থানা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন,মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সদস্য সফি উল্লাহ লিটন। এছাড়াও মোহাম্মদপুর,আদাবর ও শেরে বাংলা নগর থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাসসহ ঢাকা-১৩ আসনের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতারা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের অংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজকে বিজয়ী করতেই তাদের সর্বাত্মক প্রচারণা চলবে। তার আরো জানান বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় না করা পর্যন্ত তাদের প্রচারণা চলমান থাকবে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close