কেএফসির কিংবদন্তি প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ১৩৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকমফুডস লিমিটেড এই দিনটিকে অত্যন্ত জমকালো ও আনন্দঘন পরিবেশে পালন করেছে।
সম্প্রতি রাজধানীর কেএফসির গুলশান শাখায় এ উদযাপন করা হয়।
উদযাপনের মূল আকর্ষণ ছিল সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ। অনুষ্ঠানটি শুরু হয় ট্রান্সকমফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপার নেতৃত্বে কেক কাটা দিয়ে। শিশুদের হাসি আর উচ্ছ্বাসময় মুহূর্ত অনুষ্ঠানের পরিবেশকে করে তোলে আরো আনন্দঘন। কেএফসির সুস্বাদু খাবার এবং সৃজনশীল বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি শিশুদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
কেএফসি বাংলাদেশ গ্রাহকদের জন্যও বিশেষ এক চমক নিয়ে এসেছিল। জন্মদিন উদযাপনকে আরো স্মরণীয় করে তুলতে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটি তাদের সকল গ্রাহকের জন্য ‘ফ্রি কর্নেল ট্রিট’ এর ব্যবস্থা করেছে। গ্রাহকরা প্রিয়জনদের সঙ্গে কেএফসিতে আনন্দঘন সময় কাটানোর মাধ্যমে জন্মদিন উদযাপন করতে পেরেছেন। প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ কেএফসির এক বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে।
অমিত দেব থাপা বলেন, “কর্নেল স্যান্ডার্স তার নিষ্ঠা ও মানুষের প্রতি আন্তরিকতার মাধ্যমে কেএফসি গড়ে তুলেছিলেন। আজ আমরা শুধুমাত্র তার জন্মদিন উদযাপন করিনি, বরং সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করেছি।”
কেকে/এআর