রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      
খোলাকাগজ স্পেশাল
ডাকসু থেকে জাকসু শিবিরের রেকর্ড জয়
শিপার মাহমুদ ও শাহরিয়ার আলম
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

১৯৮৯ সালের ১৫ আগস্ট ১৪২তম সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম। সেই নিষেধাজ্ঞার পর টানা ৩৬ বছর আড়ালে থাকতে হয়েছে সংগঠনটিকে। তবে গত বছরের গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর একই বছরের ৩০ অক্টোবর প্রকাশ্যে আত্মপ্রকাশ ফের ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে সংগঠনটি।

আর আত্মপ্রকাশের এক বছরের মাথায় অনুষ্ঠিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনটি। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে সংগঠনটি। জাকসুতে ২৫টি পদের মধ্যে ২০টিতে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে তারা।

দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষা, উত্তেজনা ও নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে এ নির্বাচনে প্রায় ৪৮ ঘণ্টা ভোট গণনার পর ঘোষণা করা হয়েছে ফলাফল। যেখানে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবিরসমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটির মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত। এর মধ্যে এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।

ভিপি পদে আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট, জিএস পদে মাজহারুল ইসলাম ৩৯৩০, এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২৩৫৮ ও এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক, সহ-সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম। 

কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী তিনজন হলেন- কার্যকরী সদস্য (নারী) পদে নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান। কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয়ীরা হলেন- মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা ও তরিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১২১১ ভোট। আর ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পেয়েছেন ৬৪৮ ভোট। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম  পেয়েছেন ১২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় প্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এ প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও (ক্যাডেট আন্ডার অফসার) হিসাবে দ্বায়িত্ব করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগানাইজেশান-এর সদস্য ছিলেন।

সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান ইসলামি ছাত্রশিবির জাবি শাখার সদস্য। এ ছাড়া তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোভার স্কাউট-এর ২০২৪-২৫ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রুপের সভাপতি ও সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(পিডিএফ) জাবি শাখার ২০২২-২৩ সেশনে তিনি কোষাধ্যক্ষ ছিলেন।

সহ-সাধারণ সম্পাদক (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৪-২৫ সেশনের সহ-সভাপতি এবং বিবার্তা-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। এ ছাড়া যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ও ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য ছিলেন।

শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতির বিজয় : নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭ শত ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন তারিকুল ইসলাম। হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্মাদক হিসেবে কাজ করছেন অন্যদিকে নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত আছেন।

এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচিত এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “আমরা এমনও সময় কাটিয়েছি যখন ক্যাম্পাসে পাঞ্জাবি টুপি পরলে শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের শিকার হতে হতো। আমরা ঠিকভাবে আল্লাহর দ্বীন প্রচারে ভয় পেতাম। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন আজ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার ‘ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। এর চেয়ে বড় বিজয় আর কী হতে পারে। এখন শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা এ অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করার তৌফিক দান করেন।”

নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘৩৩ বছরের অচলাবস্থা ভেঙে অনুষ্ঠিত ঐতিহাসিক জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রেখে আমাকে বিজয়ী করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীকে।’’

এ সময় তিনি বলেন, ‘আমার প্রথম ও প্রধান কাজ হবে শিক্ষার্থীদের জন্য কাজ করা তাদের নানা সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। যারা নির্বাচনের শেষ মুহূর্তে এসে বর্জনের ঘোষণা দিয়েছেন, আমি মনে করি তারা গণতন্ত্রকে ভয় পেয়েছেন এবং নিজেদের নিশ্চিত পরাজয় টের পেয়ে ভোট থেকে সরে গেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা শতঃস্ফূর্তভাবে ভোটের অংশগ্রহণ করেছে। জাকসুতে কোনো একক প্যানেলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়নি। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি আদর্শ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করব।’

নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা পদকে ক্ষমতা বা ভোগ বিলাসিতা মনে করিনা। এটি হল দায়িত্ব। আমরা আমানতদারীতার সঙ্গে এ দায়িত্ব পালন করতে চাই। জাবি একটি স্বতন্ত্র পরিচয় বহন করে, আমরা সবার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। একজন শিক্ষক মারা যাওয়ায় আমরা আজ কোনো উল্লাস করতে চাই না। বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭
নবীনগরের কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে
২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
সিলেটবাসী নাগরিক অধিকার থেকে বঞ্চিত : আরিফুল
নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি

সর্বাধিক পঠিত

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে চরম দুর্নীতি ও অনিয়ম
রাজশাহীতে চার পরিবারকে হয়রানির অভিযোগ
রায়েরবাজারে দুই মাস ধরে অর্ধসমাপ্ত সাদেক খান সড়ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
গাজীপুরে টাইফ‌য়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close