আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের ৩০ নং ওয়ার্ডের আহ্বায়ক জন বহিষ্কার
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম
ছবি : প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আদাবর থানার ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ রহমানকে (জন) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। সকল প্রকার নেতাকর্মীদেরকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা প্রদান করা হলো।
শনিবার (৩০ আগস্ট) এমন বহিষ্কার আদেশ দেন আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব মো. হাসান সিকদার। তারা বিজ্ঞপ্তিতে জানান দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আদাবর থানার ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ রহমানকে (জন) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।
নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখারও নির্দেশ দেন আদাবর থানাটির আহ্বায়ক ও মো. রফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব মো. হাসান সিকদার।
এর আগে গত ২৭ আগস্ট হৃদরোগ হাসপাতালে পিস্তল হাতে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দখলের চেষ্টা, পৃথক জিডি। নেপথ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হোসেন (জন) দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশ হলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও থানার নেতাদের নজরে আসলে দলীয় সিদ্ধান্তে আজ ৩০ আগস্ট আদাবর থানা ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পার্কিং উন্মুক্ত থাকলেও নতুন করে আদাবর ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হোসেন জন স্ট্যান্ডটি দখল করতে আসে তার দলবল নিয়ে। তার দাবি, আনিতা কোম্পানির নামে হাসপাতালের ক্যান্টিন এবং পার্কিং অংশীদার রয়েছে তাদের। তার বাবাসহ কয়েকজন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অংশীদার হিসেবে তার বাবা লিটন ব্যবসা করে এসেছিলেন।