সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচন ইস্যুতে সরকারে আস্থা বিএনপির
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:০৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আগামী জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি নিয়ে নানা মেরুকরণ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। 

নির্বাচন প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দলের বক্তব্য-বিবৃতি নিয়ে  দলীয়ভাবে কোনো প্রক্রিয়া দেওয়া হবে না। এছাড়া জুলাই সনদ নিয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়। একই সঙ্গে পুলিশ প্রসাশনে রদবদল নিয়ে দলীয়ভাবে পর্যালোচনা করা হবে। এ নিয়ে বিএনপির এক সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হবে। গত সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়। 

দলীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না। সরকারের ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে আস্থা রাখতে চায়। ফলে নির্বাচনের জন্য প্রস্তুতির দিকে নজর দিবে দলটি। 

বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা জানান, বৈঠকে নির্বাচন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশন থেকে পাঠানো জুলাই সনদের খসড়ায় কিছু ‘কারেকশন’ করে আবার জমা দেওয়া হয়। জুলাই সনদের খসড়া চূড়ান্ত হলে আবার হয়ত কমিশন বৈঠক ডাকা হবে। বৈঠকে মতামত দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া পুলিশ প্রসাশনের রদবদল নিয়ে পর্যালোচনার জন্য বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হবে। তিনি পর্যালোচনা করে রিপোর্ট দেবেন। 

এদিকে বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন ‘বানচালের জন্য পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তোলা হচ্ছে’। এ দিয়ে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। 

 তিনি বলেন, সংখ্যানুপাতিক পিআর, সংখ্যানুপাতিক ভোট এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে, কথা বলছেন, অত্যন্ত জোরেশোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন করছেন এটা।

এছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে নানাভাবে আমাদের এ সমাজের একেবারে মাটির গভীরে ফ্যাসিবাদ অবস্থান করছে, অবৈধ টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এ নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। তাই অবিলম্বে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, তাহলে সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। যদি রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধন করতে হয়, তাহলে তারা তা করবে, সেটা তাদের দায়িত্ব।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সরকার   আস্থা   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close