পঞ্চগড় ১ আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাতে ইউনিয়নের কালমেঘ কবিরাজ পাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মস্তা, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক জুয়েল সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খয়রুল ইসলাম, কৃষকদল নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রায়হান কবীর, সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ভুট্টু ও যুবদল নেতা ফাহিম মোর্শেদ তীব্র।
ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির এমপি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন বলে আশ্বাস দেন বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবু আহসান রিপন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান ও রেদোয়ান হিমেল।
কেকে/বি