রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন ছিনতাইকারীকে সামুরাইসহ গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব জানান, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. মিরাজ হোসেন (২০) মো. সেলিম হোসেন (৩০) মো. শায়োন মিয়া (২২) দেরকে দেশীয় অস্ত্র সামুরাইসহ ২৬ আগস্ট রাতে গ্রেফতার করেছে র্যাব-২। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি সামুরাই ও ১টি ডেগার।
র্যাব জানিয়েছেন (মঙ্গলবার ২৬ আগস্ট) রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
ঘটনার পরবর্তীতে আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ৬টি সামুরাই ও ১টি ডেগার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল।
র্যাব আরো জানান উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএস