মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ডিএমপির তিন পরিদর্শকের বদলির আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলির আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায়, ডিএমপির পরিবহণ শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
গতবছরের ৫ আগস্টের পর আলোচিত মোহাম্মদপুর থানায় যোগদান করেন ওসি ইফতেখার হাসান। তিনি এই এক বছরের এই ক্রাইম জোনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গেছেন। তবে আলোচনায় যেমন ছিলেন, তেমনই সমালোচনায় ছিলেন ওসি ইফতেখার হাসান।
তিনি সন্ত্রাসীদের জানিয়েছিলেন হয়তো তারা থাকবে নয়তো আমরা। তখন তার কথাটি ব্যাপক প্রচারিত হয়। এরপর কিছুটা হলেও ক্রাইম কমতে থাকে। বর্তমানে থানাটিতে ক্রাইম চুরি, ছিনতাই কিশোর গ্যাং হ্রাস পেয়েছে বলে জানা গেছে। এ এলাকাটিতে বর্তমানে অপরাধের সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানান গেছে।
কেকে/ এমএস