রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযানে আলোচিত কিশোর গ্যাং ‘চান গ্রুপ’-এর প্রধান সোহেল ওরফে কালাচানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ টিমের এ অভিযানে তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান গ্রুপের নেতা কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করি।
তিনি আরো বলেন, ‘কালাচান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের সবাইকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, কালাচানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হন।
স্থানীয়দের অভিযোগ, চান গ্রুপের তৎপরতায় রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। কালাচানের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গ্রেফতার চানের গ্রামের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী এলাকায়। তিনি হাসান মিয়ার ছেলে এবং বর্তমানে রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, কালাচানকে আদালতে পাঠানো হয়েছে এবং গ্যাংয়ের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধীরা গ্রেফতার হলে, এরমধ্যে দিয়ে কিছুটা হলেও অপরাধ করতে শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কেকে/ এমএস