ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শেরেবাংলা নগর থানার অধীনস্থ ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) আগারগাঁও ২৮ নং ওয়ার্ড কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরে-বাংলা নগর থানা অধিনস্থ ২৮নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ঢালী। আরো উপস্থিত ছিলেন পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করেন শেরে-বাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টু এবং সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সবুজ।
কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিটের নেতারা কর্মীদের নিয়ে ছোট ছোট মিছিলসহ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন কর্মীরা। এরপর দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আতাউর রহমান ঢালীসহ আমন্ত্রিত অতিথিদেরও ফুল দিয়ে সম্মান জানানো হয়। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন, শেরে-বাংলা নগর থানা ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে।
এসময় একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন, ২৮ নং ওয়ার্ড এর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবু সাইদ। এছাড়াও ১৪ ও ২৮ ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান ঢালী বলেন, বিএনপি বাংলাদেশে সবচাইতে নির্যাতিত দল। দীর্ঘদিন বিএনপিসহ এর নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এখনো জিয়ার আদর্শে গড়া এই দলকে নিয়ে চলছে নানান ষড়যন্ত্র। যাতে আসন্ন নির্বাচনে গনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে না পারে। যত ষড়যন্ত্রই হউক তাতে কিছু যায় আসেনা। সাধারণ জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। তিনি আরো বলেন, আজকের পর থেকে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন,কিছু বিএনপি নেতাকর্মী যারা আওয়ামী ফ্যাসীবাদ দোসরদের সাথে যোগসজে নানান ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কোনো ভাবে এই অপশক্তি যানো মাথা চাড়া না দিতে পারে। সেই দিকে সকলকে সোচ্চার হতে হবে।
ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন,আগামীতে একটি নতুন বাংলাদেশে হবে ছাত্রদলের মাধ্যমে। কর্মীদের করা নির্দেশ দেন, তিনি। সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে যেতে, কর্মীদের আহ্বান করেন। তিনি জানান আগারগাঁও এলাকায় একাধিক সরকারি অধিদপ্তর রয়েছে, সেখানে এখন পর্যন্ত ছাত্রদলের কেউ যায়নি। ছাত্রদল হচ্ছে একটি চাঁদাবাজ মুক্ত দল।
পশ্চিমের সভাপতি, রবিন খান, বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তিনি জানান, ছাত্রদল কখনো গোপনে রাজনীতি করে না। তিনি জানান আগেও রাজপথে ছিলাম, এখনো রয়েছি। আমার কর্মীরা বৈষম্যের শিকার হয়েছে। তবে আমরা কখনো রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে রয়েছি। ছাত্রদল কখনো রাজপথ ছেড়ে যায়নি যাবেও না। আমরা পালাতে জানি না। আমরা ১৬ বছর জনগণের পাশে ছিলাম এখনো আছি। এসময় কর্মীদের নির্দেশ দেন, সমাজে ভালো কাজ করার জন্য। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সবসময় দেশের জন্য ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে জনাব তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে ছাত্রদল।
কেকে/এআর