শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
হৃদরোগ হাসপাতাল চোরচক্রের খপ্পরে
নিজাম উদ্দিন
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ১২:০১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর আগারগাঁও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। মুহূর্তে নাই হয়ে যাচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মোবাইল, টাকা ও নিজের ব্যাগ। এমনকি ওয়ার্ডে ওয়ার্ডেও ঘটছে নানা চুরির ঘটনা। 

তথ্য বলছে, ৯০ আনসার সদস্য হাসপাতালটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তারপরও প্রতিদিন এসব চুরির ঘটনা ঘটেই চলেছে। চোরচক্রের খপ্পরে পড়ছেন এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষ। এমনই অভিযোগ করেছেন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা একাধিক ভুক্তভোগী।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মেইন গেটের সিসি ক্যামেরা অকেজো হয়ে আছে। ফলে অপরাধীরা হাসপাতালটিতে অবাধে প্রবেশ করতে পারছে। এমনকি কোনো চুরির ঘটনায় ঘটলেও হাসপাতালের মেইন গেটের সিসি ক্যামেরাটি নষ্ট থাকায় চোরকে শনাক্ত করা যাচ্ছে না। এ ছাড়া হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফাতেমা নামে এক প্রবাসী প্রতিবেদককে জানান, চিকিৎসা নিতে এসে তার পাসপোর্ট, নগদ টাকা ও সৌদি আরবে কাজ করার পারমিট চুরি হয়ে গেছে। গত ৩ আগস্ট সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

এ ছাড়া কামাল নামে একজন রোগীর স্বজন খুইয়েছেন তার ব্যবহারের ১০ হাজার টাকা দামের মোবাইল। আরো কয়েকজন জানান, তাদেরও মোবাইল মানিব্যাগ নিয়ে গেছে চোরে। তাদের অভিযোগ হাসপাতালে সক্রিয় রয়েছে একটি দালাল ও চোরচক্র। 

ভুক্তভোগী ওই নারী খোলা কাগজকে জানান, তিনি একজন প্রবাসী। তার হার্টের সমস্যার কারণে হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিতে যান। এ সময় ট্রলি নিয়ে একজন তাকে জিজ্ঞেস করেন আপনি কি জন্য এসেছেন। তিনি  জানান তার হার্টের সমস্যার কারণে ডাক্তার দেখাতে এসেছেন। 

এরপর ট্রলির ব্যক্তি বলেন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। এ বলে তার মাথায় ও মুখের সামনে হাত দিয়ে বলেন আহারে আপনি তো অনেক অসুস্থ, আপনার ব্যাগটা আমার কাছে দেন; আমি ট্রলি রেখে আসি এই বলে ব্যাগ নিয়ে চলে যায়। এরপর মহিলা কান্নাকাটি করলে অন্য রোগীর স্বজনরা আনসারের কমান্ডারের রুমে নিয়ে গেলে; কিছুই করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে দেখা যায় সেখানকার ক্যামেরাটি অকেজো অবস্থায় রয়েছে।

ওই নারীর অভিযোগ শেরেবাংলা নগর থানা পুলিশ হাসপাতালের সিসি ফুটেজ সংগ্রহ করতে আসলে, সেখানে দেখা যায় হাসপাতালের সবকটি ক্যামেরা চালু থাকলেও মেইন গেটের ক্যামেরাটি বন্ধ রয়েছে। ওই নারী জানান, এতে তার সন্দেহ রয়েছে চোর তাহলে হাসপাতালের লোকজন পুষছে। যাতে করে চোর যেন ধরা না যায়।

এদিকে সকাল হতে না হতেই প্রাইভেট হাসপাতালের স্টাফ (দালালরা) এসে হাজির হতে দেখা যায়। তারাই রোগীদের দেখভাল করার মতো রোগীদের সঙ্গে কথা বলছে। অনেককে ভালো মানের চিকিৎসার কথা বলে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে। আনসার সদস্যদের সামনেই দালাল সিন্ডিকেট ও চোররা ঘোরাঘুরি করলেও কিছুই বলছে না।
 
বর্তমানে হাসপাতালটিতে সিরাজ নামে একজন কমান্ডার (পিসি) দায়িত্বে রয়েছে।  গোপন সূত্রে জানা যায়, এ হাসপাতালে যে কমান্ডারই আসে তাদের সঙ্গেই প্রাইভেট হাসপাতালের একটা সখ্য গড়ে ওঠ। প্রতিটি প্রাইভেট হাসপাতাল থেকে এবং দালাল সিন্ডিকেট থেকে মাসোহারা পেয়ে থাকে আনসার সদস্যরা ও কমান্ডার (পিসি)। ফলে তারা চোর এবং দালাল দেখেও ব্যবস্থা গ্রহণ করে না।
 
এ বিষয় আনসার সদর দপ্তর যোগাযোগ করলে এক কর্মকর্তা জানান আনসারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তা জানান ৯০ জন আনসার সদস্যরা হাসপাতালের ফটক ছাড়াও তারা বিভিন্ন ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে (ওটি) কর্মরত থাকেন। দালাল সিন্ডিকেটের সঙ্গে যদি কোনো সদস্যর যোগাযোগ থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব রয়েছেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি খোলা কাগজকে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।  

অন্যদিকে সিসি ক্যামেরা অকেজো হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির সহকারী পরিচালক ডাক্তার মেজবাহ খোলা কাগজকে জানান, অতিদ্রুত ক্যামেরাটি মেরামত করা হবে। এ ছাড়া চোর ও দালালদের বিষয়ে তিনি বলেন, অতিদ্রুত আইনি পদক্ষেপ এবং বিষয়টি র‌্যাব ও পুলিশকে অবহিত করা হবে। 

কেক/ এমএস
আরও সংবাদ   বিষয়:  হৃদরোগ   হাসপাতাল   চোরচক্র  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close