ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এই কর্মসূচি করেন।
শিক্ষার্থীরা বলেন, সাজিদের মৃত্যুর ১১তম দিনেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে। সাজিদের লাশ দীর্ঘসময় ভেসে থাকলেও সেখানে প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। তার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানোর সময়ও প্রশাসন লিখিত দিতে চাননি। আমরা অতিদ্রুত সাজিদের মৃত্যুর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, প্রশাসনের ব্যর্থতা আমাদের শঙ্কিত করছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না করা হলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে। তাই সাজিদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।
উল্লেখ্য, গত ১৭ই জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুল হক হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদ আব্দুল্লাহ্’র মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে সাজিদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কেকে/এএম