চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ ও বাজারজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এ জরিমানা করেন।
জানা গেছে, কারখানার মালিক আনোয়ারুল ইসলাম—জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের রবিউল হকের ছেলে। প্রতিষ্ঠানটি সার প্যাকেটজাত ও মোড়কীকরণে সরকারের কোনো অনুমোদন না নিয়েই দীর্ঘদিন ধরে অবৈধভাবে জৈব সার বাজারজাত করছিল, যা আইন লঙ্ঘনের শামিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি অফিস যৌথ অভিযান চালায়। এসময় মালিক আনোয়ারুল ইসলাম জৈব সার প্যাকেটজাত করার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ এবং এসআই শিহাবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
কেকে/ আরআই