কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হয়েছেন দুই জেলে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নাফনদীর হোয়াইক্যং ঝিমংখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার আবুল কাশেসের ছেলে মো. সেলিম এবং উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, “বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দুজন জেলেকে আটক করে। তবে বাকিরা দ্রুত সরে গিয়ে পালাতে সক্ষম হন।”
তিনি আরও জানান, “মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, “আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।”
কেকে/ আরআই