বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ      রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      
দেশজুড়ে
নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ, আহত ৩০
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় জামায়াতের নির্বাচনী সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী মো. আমজাদ হোসাইন। ঘটনাপরবর্তী সময়ে জামায়াতের ৩ জন নেতাকর্মী নিখোঁজ বলেও দাবি করেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এর আগে সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে আয়োজিত সভায় ইউনিয়ন তাঁতীদল নেতা বখতিয়ার হোসেন বখতিয়ারের নেতৃত্বে হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা শহর ও পলাশে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। তার বক্তব্য চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে প্রথমে তারা সরে গেলেও সভা শেষে ফের ৭০–৮০ জন বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৩০ জন আহত হন। এরমধ্যে ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন এ হামলা করেন। নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানালেও মাধবদী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া দাবি করেন, উল্টো জামায়াতের হামলায় বখতিয়ার হোসেন গুরুতর আহতসহ আরও ৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বিএনপি-জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়জন আহত হয়েছেন সে বিষয়ে জানা নেই। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   জামায়াত   নির্বাচন   হামলার অভিযোগ   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গজারিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
১৩ দিনে ৫ বার ভূমিকম্প, আতঙ্কে নরসিংদীবাসী
গজারিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি

সর্বাধিক পঠিত

চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
মহম্মদপুরে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ট্রকের ধাক্কায় প্রাণ গেলো ১০ বছরের শিশুর
চুয়াডাঙ্গায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণে জরিমানা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close