মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ চাষী সিয়াম বলেন, “শখের বশেই মাছ চাষ শুরু করেছিলাম। স্বাবলম্বী হওয়ার আশায় গত প্রায় ৬ মাস আগে পুকুরটিতে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলাম। ছয় মাসে মাছের খাবারসহ আনুষাঙ্গিক খরচ মিলিয়ে আরও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এখনো পর্যন্ত মাত্র ৩০ হাজার টাকার মাছ বিক্রি করেছি। পুকুরে অবশিষ্ট মাছ অন্তত সাড়ে তিন লাখ টাকায় বিক্রির আশা ছিল আমার। বৃহস্পতিবার সকালে দেখি সব মাছ মরে ভেসে আছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।”
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজখবর নিয়ে দেখছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ আরআই