জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। জাতির সংকট মুহূর্তে তার দৃঢ়তা, সাহস এবং দেশপ্রেম আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।”
বুধবার (৩ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম আরও বলেন, “আজ আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তার এই অসুস্থতা গোটা জাতির জন্যই দুঃখজনক। তার দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের মানুষ দোয়া করছে। আমরাও সুন্দরগঞ্জবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি। ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষকে আবারও নেতৃত্ব দেবেন।”
উপজেলা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরাফাত উল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। সুন্দরগঞ্জের মানুষ নেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছে। আমরা সবাই তার পাশে আছি।”
দহবন্দ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং দহবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আউয়াল কাদেরীয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরাফাত উল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিলু, দহবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরকার, ব্যবসায়ী বিপ্লব মিয়া প্রমুখ।
কেকে/ আরআই