বান্দরবানে বিএনপির ৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা হলেন: বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন এবং লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে বান্দরবানের এই নেতাকর্মীসহ বিভিন্ন জেলার আরও কয়েকজন নেতাকর্মীকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদন প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৩ ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন পরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সংবাদে বান্দরবানের দলীয় কর্মীদের মধ্যে আবারও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেকে/ আরআই