নারায়ণগঞ্জের পূর্বাচলে অস্ত্রের মুখে মোটরসাইকেল ডাকাতির সাথে জড়িত তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতেই রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লে. কমান্ডার মো. নাঈমুল হক জানান, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ডাকাতিতে জড়িত তৈয়বুর-রানা গ্রুপের প্রধান তৈয়বুর ও রানাকে ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়। তৈয়বুর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে এবং রানা একই উপজেলার বরদা এলাকার আমান উল্লাহর ছেলে।
র্যাব জানায়, পূর্বাচলে বাইক ডাকাতি ও আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে এবং গুলিবর্ষণ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটানোর পর গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
কেকে/ আরআই