ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার গাড়ি জব্দ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। আটক ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইকং গ্রামের আব্দুল খালেকের ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াবার বড় একটি চালান টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে বাউশিয়া পাখির মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত তিনটার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী কালো রঙের একটি নোহা স্কয়ার গাড়ি তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “একটি সফল অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
কেকে/ আরআই