ভোলার লালমোহনে ভিক্ষুক আব্দুল জলিলের দোকান উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল প্রদান করে দোকানের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।
জানা যায়, দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্ট্যান্ড ও বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আব্দুল জলিল। ১৪ বছর আগে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা না করায় তার বাম হাত ও বাম পা বাকিয়ে যায়। নেই কোনো পুত্রসন্তান; রয়েছেন চার কন্যা, যারা সংসারিক ব্যস্ততার কারণে শ্বশুরবাড়িতে থাকেন। পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও দুই বছর আগে মারা যান। এরপর থেকেই আব্দুল জলিল ভিক্ষা করে কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন।
এদিকে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতুমিয়া পাটোয়ারী বাড়ির গোলাম রহমানের ছেলে আব্দুল জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে তার দীর্ঘদিনের ভিক্ষাবৃত্তির অবসান ঘটে।
নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আব্দুল জলিল লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/ আরআই