পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম

সংগৃহীত ছবি
লালমনিরহাট জেলার পাটগ্রাম শমসের নগর সীমান্তে বিএসএফ'র গুলিতে সবুজ (২২) নামের একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার ৫ নং ওয়ার্ডের সেরাজুল ইসলামের পুত্র সবুজ (২২) গত রাতে গরু পারের জন্য সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এস এর কাছে গেলে তাকে ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ গুলি করলে সে নিহত হয়।
শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশি নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
অপরর দিকে ৫১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানান, পতাকা বৈঠকের জন্য বার বার যোগাযোগ করা সত্ত্বেও বিএসএফ'র উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।
কেকে/এআর