বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ      রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ, গবির চার শিক্ষার্থী গ্রেফতার
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় পিকনিকের কথা বলে ডেকে নিয়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন। এর আগে, রাতেই ভুক্তভোগী নিজে বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—দেলোয়ার ভূঁইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও অন্তু দেওয়ান। তারা সাভারের আশুলিয়ার বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী তরুণী আশুলিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে ধামরাই পৌরসভায় বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে পিকনিকের কথা বলে অভিযুক্ত প্রথম তিনজন ভুক্তভোগীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকার একটি বাসায় নিয়ে যান। যাওয়ার সময় কোমল পানীয়ের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ালে কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। বিকেল ৫টার দিকে জ্ঞান ফেরার পর তিন অভিযুক্তকে দেখতে পান এবং বুঝতে পারেন তারা জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে ও ভিডিও–ছবি ধারণ করেছে। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া ও এসিড হামলার হুমকি দেন।

পরে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ৯৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। গত ৬ নভেম্বর সকাল ৮টার দিকে তাকে ফের আশুলিয়ার বাইশ মাইল এলাকায় আটকে ৪ নম্বর অভিযুক্তের সঙ্গেও সম্পর্কে বাধ্য করতে চান। অস্বীকৃতি জানালে প্রথম তিনজন তাকে চড়থাপ্পড় ও মারধর করেন এবং জোরপূর্বক নেশাজাতীয় পানীয় পান করান। সেখান থেকে পালিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের এক সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। চিকিৎসার পর বিশ্ববিদ্যালয়ে ফিরে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তদের আবার দেখতে পান তিনি। এসময় তারা তাকে একটি কক্ষে নিয়ে অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করেন এবং ‘নতুন জীবন শুরু’ করার চাপ দেন। সায় না দিলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশনস) শফিকুল ইসলাম সুমন বলেন, “এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “এটা গত ৪ এপ্রিলের ঘটনা। ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী। এ ঘটনায় ১৭ ঘন্টা অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গণধর্ষণ   গবি   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ, আহত ৩০
ভিক্ষুক জলিলকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন ইউএনও
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ
রাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৫ শিক্ষার্থী দণ্ডিত
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ, গবির চার শিক্ষার্থী গ্রেফতার

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে আরাকান আর্মির হাতে দুই জেলে আটক
টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close