গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী সদস্য মো. মেহেদী হাসানের ওপর অতর্কিত হামলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও গকসুর কার্যনির্বাহী সদস্যরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে গকসুর কার্যনির্বাহী সদস্য মিনতুজ আক্তার মিম বলেন, রোববার যে ঘটনা ঘটলো মেহেদী ভাইয়ের সাথে আমরা এর নিন্দা জানাই। আমিও অনুষদ প্রতিনিধি আমার উপর কবে হামলা হবে জানি না৷ আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে সন্ধিহান। সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিবো কিভাবে? সে (মেহেদী) সাময়িক বহিষ্কৃত কিন্তু তাকে দোষী বলা হয়েছে এবং পোষ্টারিং করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই৷
গকসুর অন্য এক কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির বলেন, আমরা মেহেদী ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দাবি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে এর বিচারের দাবি জানাই৷ মেহেদী ভাই ছাত্র সংসদের একজন যেখানে তার ওপরেই হামলা হয় নেই সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ থাকবে কি করে?
গকসুর কার্যনির্বাহী সদস্য শাকিল আহাম্মেদ বলেন, প্রশাসনকে জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো রেসপন্স নাই এমন কি এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয় নাই। আজকে মেহেদী ভাইয়ের উপর হামলা হয় কালকে আমার উপরে হামলা হবে না এর গ্যারান্টি কি? আজকে যেখানে আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয় সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
তিনি আরো বলেন, কিছুদিন আগে শের আলীর সাথে যা ঘটেছে আমরা তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই৷ তদন্ত করার পূর্বেই মেহেদী ভাইকে দোষী বলে প্রচার করা হচ্ছে। এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি প্রশাসনকে।
উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) রাতে গকসুর অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব চলাকালীন মেহেদীর ওপর অতর্কিতভাবে হামলা হয়।
কেকে/ এমএস