৩ দফা দাবি পূরণে পার্বত্য জেলা বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বান্দরবানের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বান্দরবান সদরের শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে বসে অলস সময় কাটাচ্ছেন। এই সময় শিক্ষকরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছেন। এই সময় শিক্ষকরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানান। এদিকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকলেও সহকারী শিক্ষকরা শ্রেণিকক্ষে কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না।
শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের প্রতিশ্রুতির পরও এই ৩ দফা দাবির বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “কমপ্লিট শাটডাউন” চলছে। তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।
কেকে/ আরআই