ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সভাপতি ফায়সাল আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছবির, সদস্য মো. সরোয়ার সিকদার, সিরাজুল ইসলাম রনি, সাংবাদিক আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান মো. জুশফিকুর রহমান, মো. আসাদুজ্জামান সোহাগ, মো. রাসেল সিকদার, এইচ এম বাদল হাওলাদার, মো. আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদার প্রমুখ।
সভায় নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কেকে/ আরআই