রাজধানীর মোহাম্মদপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বসে ছিলেন ফজলে রাব্বি। এ সময় এক যুবক এসে তার মোবাইল ফোন চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সুমনকে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফজলে রাব্বির বাবার নাম মো. বশির। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। বর্তমানে বাবা-ছেলে নারায়ণগঞ্জে বসবাস করতেন। সুমন বিয়ে করেছেন রায়েরবাজারের পাবনা হাউস গলিতে। সেখানেই শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহতের পিতা মো. বশির খোলা কাগজকে জানান, আমার ছেলে এবং আমি নারায়ণগঞ্জে থাকি। ছেলে বিয়ে করেছে রায়েরবাজার পাবনা হাউস গলিতে, সেখানে আজকেই বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, আজ দুপুরে খবর পাই ছেলেকে মেরে ফেলেছে। এখন তার লাশ ঢাকা মেডিকেল মর্গে।
এ বিষয়ে রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ নাজমুল জানান, শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পরবর্তীতে তিনি নিহত হয়েছেন। নিহতের নাম ফজলে রাব্বি সুমন। এই ঘটনার সঙ্গে জড়িত ছোট মুন্না নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। অতিদ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ কাজ করছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফজলে রাব্বি নামে একজনকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে তার নিহত হওয়ার খবর পেয়েছি।
তিনি আরো জানান, এই ফজলে রাব্বি সুমনের বিরুদ্ধেও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। একসময় এই এলাকায়ই বসবাস করত, অল্প কিছুদিন হলো এলাকার বাইরে ছিল। আজকে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়েছে। ঘটনাটি তদন্ত করছি। আসামিকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
কেকে/এএম