পঞ্চগড়ের বোদা পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোদা পৌরসভার সাতখামার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ, বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, সাবেক কাউন্সিলর ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদত আলম মাষ্টার, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সবুজ, যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মানিক এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
কেকে/বি