ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নেতৃত্বের অযোগ্যতার কারনে পিঁছিয়ে আছে পার্বত্য চট্টগ্রাম। দুর্নীতির কারনে শিক্ষা, স্বাস্থ্য থেকে কোন সেক্টরে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি পাহাড়ে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) রাতে জেলার চত্বর মুঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্ভবনার পাহাড়ে ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে উন্নয়ন ঘটেনি। তাই দুর্নীতি মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, কৃষি বিশ্ব বিদ্যালয়, ম্যাডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে শিক্ষাক্ষেত্রে অগ্রগতিসহ আমুল পরিবর্তনের পাশাপাশি উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাবে। তাই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অমর একুশে হল সংসদ এর সহ সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদ এর ভিপি হাসান আল বান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদ (চাকসু)র নির্বাহী সদস্য মো. আবু আয়াজ।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সেক্রেটারী মিনহাজুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, খাগড়াছড়ি ইসলামি আন্দোলনের এমপি প্রার্থী কাউসার আজিজি, সাদিক কায়েমের পিতা মো. আবুল কাশেম, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি রাকিব মনি ইফতি, স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফেডারেশনের সভাপতি মো. আব্দুস ছাত্তার, রেড জুলাই খাগড়াছড়ি প্রতিনিধি মো. জাহিদ হাসান, ইমাম ও ওলামা পরিষদের সেক্রেটারী মো. সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোফাজ্জল হোসেন এতে অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েমসহ আগত অতিথিদের।
কেকে/ এমএস