রাজধানীর দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘর এবং মগবাজারের দিলুরোডের একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের দিলুরোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এসময় আগুন দ্রুত পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, আগুন বস্তিতে ছড়িয়ে পড়ায় চারটি বসতঘর পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
কেকে/ আরআই