১ ঘণ্টার ব্যবধানে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরে একজনকে গুলি করে ও অন্যজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। থানার নবদয় হাউজিং এলাকায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. ইব্রাহিম শিকদার। তিনি পেশায় গাড়িচালক।
রাত ৯টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলি ভর্তি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি। তারা আপন দুই ভাই ও ডিম ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহিমের ভাতিজাকে ডিমের গোডাউনে চাকরি নিয়ে দিয়েছিলেন। সেই গোডাউন থেকে না বলে, চলে আসেন ইব্রাহিমের ভাতিজা। বিষয়টি নিয়ে নবদয় হাউজিং এলাকার একটি ইন্টারনেটের দোকানে সলিশে বসেন ইব্রাহিম ও ডিম ব্যবসায়ী। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে গুলি করে বসেন ডিম ব্যবসায়ী। প্রথম দুটি গুলি না লাগলেও তৃতীয় একটি গুলি ইব্রাহিমের বুকে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেওয়ার পরে সেনাবাহিনী গিয়ে তাদের হেফাজতে নেয়।
এ দিকে সেনাবাহিনী জানিয়েছে, আটকৃতরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটককৃতদের সবাইকে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাত ৯ টার দিকে, একজনে অন্যজনকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর আদাবর মিলে দুজন মার্ডার হওয়ায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান খোলা কাগজকে জানান, চাঁদ উদ্যান ৬ নম্বর রোডে পূর্ব শত্রুতার জেরে একজন অন্যজনকে আঘাত করলে সেখানে আল-আমিন নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আরো জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর আরো বিস্তারিত জানাতে পারব।
কেকে/এএস