রাজধানীর মিটফোর্ডে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া থেকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নান্নু কাজী ওই এলাকায় তার মামার বাড়ির পাশে আত্মগোপনে ছিল। পরে তাকে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
নান্নু কাজী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার প্রিয়কাঠি গ্রামের আব্দুল কাদের কাজীর ছেলে।
কেকে/এআর