রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় থানা-পুলিশ।
শনিবার (১৭ মে) দিনব্যাপী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই ১৫ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় মোহাম্মদপুর এলাকায় হঠাৎ চুরি ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় এ অভিযান। কয়েকদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় ছিনতাই বেড়ে গেলে, বিশেষ অভিযানে নামে পুলিশ এরই ধারাবাহিকতায় ১৭ মে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আকাশ (২৩) কাশেম (২৫) রাব্বি (২২) সজিব (২৬) মাহাবুল(২২) সিয়াম (১৯) শাহরিয়া (২০) শাহাদাত (১৯) আলম (২২) তুহিন (২০) আকাশ (১৮) সুজন (১৯) এমদাদুল (২৭) সাব্বির (১৯) ফরহাদ (১৯) সহ মোট ১৫ জন আসামি।
এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটিতের তথ্য রয়েছে পুলিশের কাছে। এর মধ্যে দ্রুত বিচার আইন ৩ জন মাদক ২ জন না. শি ১ জন দস্যুতার চেষ্টা ৭ জন ওয়ারেন্ট ২ জনসহ মোট ১৫ জন উল্লিখিত তথ্যের বিত্তিতে গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মেহেদী হাসান বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সে যেই হোক। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
তিনি আরো বলেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শুধু মোহাম্মদপুর না এ অভিযান আদাবর এলাকাও চলমান থাকবে বলে জানান এসি। তিনি বলেন, এর আগেও একাধিক আসামি ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হয়ছিল। আমাদের চেষ্টা অব্যহত রয়েছে।
কেকে/এএস