সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
রাজধানী
আইন ভঙ্গ করলে আপনাদেরই ফল ভোগ করতে হবে: রিয়াজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৩২ পিএম আপডেট: ০৬.০৫.২০২৫ ৯:৫৪ পিএম
হোটেল প্যানপ্যাসিফিকে রাজউক চেয়ারম্যান। ছবি : প্রতিবেদক

হোটেল প্যানপ্যাসিফিকে রাজউক চেয়ারম্যান। ছবি : প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, সামান্য লাভের আশায় আইন ভঙ্গ করে ভবন নির্মাণ করলে পরিশেষে আপনাদেরকেই তার ফল ভোগ করতে হবে। কেননা রাস্তার জায়গা ছেড়ে বাড়ি না করলে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না। বড় দূর্ঘটনার শিকার হতে হবে সাধারণ মানুষকে।

মঙ্গলবার (৬ মে) জাইকার সহযোগিতায় রাজউক কর্তৃক ‘ভবন সংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনারে হোটেল প্যানপ্যাসিফিকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘একটা ভুল ধারনা আছে যে ড্যাপ পরিবর্তন না করার কারণে নির্মাণ কাজ থেমে আছে, বাস্তবে তা নয়। আমরা রাজউক থেকে প্রতিনিয়ত নিয়ম মেনে নির্মাণ অনুমোদন দিচ্ছি। নকশা অনুযায়ী সরেজমিনে যতটুকু রাস্তা আছে তা মেনেই আমরা নির্মাণ অনুমোদন দিব এর বাহিরে না। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।’

আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এসময় রাজউক ও আইইবি এর মাঝে ডিসিকিউআর প্রকল্প বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্বাগত বক্তব্যে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ও প্রকল্প পরিচালক (ডিসিকিউআর) মোহা. হারুন-অর-রশীদ বলেন, ‘গত কয়েক বছরে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যাতে হতাহতের সংখ্যা অনেক। এর ঝুঁকি কমাতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসস্থান রেখে যেতে আমাদের আইন মেনে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে। রাজউক থেকে ভূমিকম্প ও ঝুঁকি প্রশমনে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই আরো ৬০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘শুধু আইনের প্রয়োগের মাধ্যমে না। এর বাহিরেও যেন প্রকৌশলীদের দক্ষতা বাড়ে সে লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে জাইকাসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে আমরা একযোগে কাজ করছি। আমরা চাই ভবিষ্যতের শহর হবে নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল এবং তা নিশ্চিতকরণে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘অনেকক্ষেত্রে আইন অমান্য করা আমাদের অভ্যাস হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধিরাও সঠিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসহায় হয়ে যায়। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুন্দর কর্মপরিবেশ পেয়েছি। এই পরিবেশকে কাজে লাগিয়ে যদি আমরা একটি পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের নিজেদের মাঝে সচেতনতা বাড়াতে হবে।’

সেমিনারে জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তামোহিদোর অনুপস্থিতিতে বক্তব্য রাখেন মিউরা মারি।

অনুষ্ঠানে ডিসিকিউআর প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক। এছাড়াও ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি হ্রাস বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিব আহসান। এসময় ডিসিকিউআর প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন জাইকার প্রতিনিধি কবুতা।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকসহ প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আইন ভঙ্গ   রাজউক   জাইকা   জনসচেতনতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close