বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      
রাজধানী
প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে ইইবি-এ্যাবের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পতিত আওয়ামী লীগের দোসরদের দায়ের করা মামলায় প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গ্রেফতার ও কারাগারে পাঠানো প্রতিবাদে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এবং এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও এ্যাবের প্রতিষ্ঠাতা সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, সদস্যসচিব প্রকৌশলী কাজী ফজলুল করিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন, এ্যাবের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মঈদ রুমী, প্রকৌশলী মোহাম্মদ নূরুল ইসলাম নূরু ও প্রকৌশলী ফিরোজ আহমেদ।

এছাড়া ছিলেন, আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, সাবেক সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রউফ, কুয়েট ছাত্র সংসদের সাবেক জিএস প্রকৌশলী তারিকুজ্জামান শাহীন, এ্যাব নেতা প্রকৌশলী আলিমুল বাহার রিপন, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল ও প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম, সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী ইমরান, প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ রায়হানসহ আরো অনেকে।

আয়োজিত এ মানববন্ধনে দেশের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত থেকে তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে মঙ্গলবার (২৯ এপ্রিল) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক ধারায় দুই-তিন বছর ও পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতির সৌজন্য সাক্ষাৎ
চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক
তিস্তা নদীর বুকে ভেসে আসা নবজাতকের লাশ উদ্ধার
খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা

সর্বাধিক পঠিত

‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close