ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লটকনে কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

মিল্টন দাস, নরসিংদী
🕐 ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮

এক সময়ের কদরহীন লটকন এখন জনপ্রিয় ফল। লটকনের জন্য বিখ্যাত নরসিংদী জেলার বাগানগুলো এ ফলে ভরপুর। এ জেলার উৎপাদিত লটকন আকারে বড়, দেখতে হলদে-মসৃন আর স্বাদে সুমিষ্ট হওয়ায় দেশবাসীর পাশাপাশি বিদেশিদের হৃদয় কেড়ে নিয়েছে।

চলতি মৌসুমে ১০০ কোটি টাকার লটকন বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফলন ভালো হওয়ায় লটকন চাষিদের মুখে ফুটেছে সাফল্যে হাসি। পাশাপাশি লটকন বাগানের সৌন্দর্য উপভোগ করতে ও টাটকা স্বাদ গ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছে নরসিংদীর লটকন বাগানগুলোতে।
উঁচু আর লালমাটির টিলা লটকন চাষের জন্য উপযোগী ভূমি। জেলার সর্বত্র কমবেশি লটকনের ফলন হয়। এ বছর জেলায় দেড় হাজার হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। লটকনের স্বাদ অম্লমধুর এবং পুষ্টিমান প্রচুর। ওষুধি গুণ সম্পন্ন সুস্বাধু লটকন ডায়াবেটিকস ও প্রেসার নিয়ন্ত্রণসহ রুচি বর্ধক ফল হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েকগুণ। প্রচুর পুষ্টিগুণে ভরপুর লটকন আবাদ করে স্বাবলম্বী নরসিংদীর শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার অনেক কৃষক। ইতোমধ্যে এসব এলাকার মানুষের কাছে লটকন এখন অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া অন্য ফসলের তুলনায় কয়েকগুণ লাভ বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকে পড়ছে কৃষকরা। এ বছর ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি লটকন উৎপাদিত হয়েছে ২০ মেট্রিক টন। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় গত বছরের তুলনায় দাম কিছুটা কম বলে জানায় লটকন চাষিরা।
এ জেলার উৎপাদিত লটকন আকারে বড়, দেখতে হলদে-মসৃন আর স্বাদে সুমিষ্ট হওয়ায় দেশবাসীর পাশাপাশি বিদেশিদের হৃদয় কেড়ে নিযেছে। এ বছর লটকনের আকারে বড় ও দেখতে উজ্জল হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ার কথা থাকলেও অধিক ফলন আর আমের কারণে দাম কিছুটা কম পাচ্ছেন চাষিরা।

 

 
Electronic Paper