ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন কারাগারে

কৌশিক দাশ, বান্দরবান
🕐 ৬:৫৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন কারাগারে

বান্দরবানের থানচি সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম এবং গোষ্ঠীটির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং বমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

আজ শনিবার দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দুই আসামিকে বান্দরবান সদর থানা থেকে প্রিজনভ্যানে করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. নুরুল হক।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থানার ৩নং মামলায় ২ আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে শুক্রবার (১৭ মে) ভোরে র‌্যাব-১৫ এর সদস্যরা বান্দরবান সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম ও সেবা লাল নুং বমকে গ্রেফতার করে এবং রাতে বান্দরবান সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

 
Electronic Paper