ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নিহত ২

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
🕐 ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নিহত ২

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দেবাশীষ (১২) ও রাজন (১৬) দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যান। এদিকে সাপের কামরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন।

নিহত দেবাশীষ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে ও রাজন একই উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে।

এছাড়াও সদর হাসপাতালে কনিকা (১৭) ও ইভা (২১) নামের আরো দুজন সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও স্বজনরা জানায়, দেবাশিষ ও রাজনকে সাপে দংশন করলে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান। এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা নামের আরো এক নারী সাপের দংশনে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপে কামড়ানো রোগী হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

 
Electronic Paper