শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
প্রিয় ক্যাম্পাস
বাকৃ‌বি‌তে ব‌হিরাগত‌দের 'খা‌লেদা, জিয়া জিয়া' স্লোগা‌নে আত‌ঙ্কিত শিক্ষার্থীরা
মো রিয়াজ হোসাইন, বাকৃ‌বি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে রাজনৈতিক প্রচারণায় ব‌হিরাগত ছাত্রদলের মিছিল ও স্লোগান শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন তু‌লে‌ছেন বিশ্ব‌বিদ‌্যাল‌য় প্রশাসনের নির‌পেক্ষ ভূ‌মিকা নি‌য়ে। এছাড়াও প্রশাসন বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল (বিএন‌পি) প্রচারের মাধ‌্যমে প‌রিণত হ‌য়ে‌ছে কিনা?

গত র‌বিবার (৯ ফেব্রুয়ারি) দেড় শতাধিক ছাত্রদল নেতাকর্মীর এক‌টি মি‌ছিল ফাস্ট গেইট থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে দিয়ে শোডাউন করতে দেখা যায়। পরে মিছিলটি শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন হ‌য়ে আবার ফাস্ট গেইটের দিকে যেতে দেখা যায়। একই দিনে ছাত্রদলের আরেকটি গ্রুপ আব্দুল জব্বার মোড় থেকে মিছিল শুরু করে কেআর মার্কেট হয়ে ফাস্ট গেইটের দিকে অগ্রসর হয়।

গত বছরের ২৮ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে সকল ধরনের রাজনীতি নি‌ষিদ্ধ করা হয়। ত‌বে, ক্যাম্পাসে রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ থাকলেও সরব বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীরা। প্রশাসন‌রে অনুমতি না নি‌য়েই ক‌্যাম্পা‌সের চল‌ছে তা‌দের শোডাউন।

এছাড়াও গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতা‌ধিক ছাত্রদলের নেতাকর্মীরা আব্দুল জব্বার মোড়ে জড়ো হয়। পরে তারা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাস্তা ধরে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেআর মার্কেটে গিয়ে মিছিল শেষ করে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দি‌তে শোনা যায়, যার মধ্যে "একটা একটা লীগ ধরে ধরে জবাই কর, খা‌লেদা  জিয়া, খালেদা জিয়া এবং খুনি হাসিনার বিচার চাই" ইত্যাদি। সম্পূর্ণ রাস্তা ডে‌কে মি‌ছিলের কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। এছাড়াও অনেক শিক্ষার্থীকে আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তার পাশে ‌নীর‌বে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ কর‌তেও দেখা যায়। 

এই মিছিলের বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়। ওই পোস্টে বলা হয়, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনার ফাঁসি ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভমিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১০ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ব থানা আহ্বায়ক মো. রিপন মিয়া ও কোতোয়ালি থানার আহ্বায়ক মো. সোলেমান হোসেন রুবেলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। বাকৃবির কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও সাধারণ জনগন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

এছাড়াও এর আগে বিভিন্ন সময় বাকৃবি ক্যাম্পাসে বেশ কয়েকবার বহিরাগতদের এমন মিছিলের ঘটনা ঘটতে দেখা গেছে।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক ক‌য়েকজন শিক্ষার্থী জানান, প্রথম ব‌র্ষে হ‌লে সিট পাওয়ার জন‌্য বাধ‌্য হ‌য়ে ছাত্রলী‌গের মি‌ছি‌ল এবং প্রচারণায় অংশ নি‌তে হ‌য়ে‌ছে। ব‌হিরাগত ছাত্রদ‌লের মি‌ছি‌লে ছাত্রলীগ ধর জবাই কর স্লোগান শু‌নে অ‌নেকটা আত‌ঙ্কিত। এখন রাতে বের হতেও ভয় লাগছে, কখন কী হয়ে যায়! এই মিছিলে অনেকটা আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি । 

আরেক শিক্ষার্থী জানান, বিএনপি কে চিন্তাভাবনায় আরও স্মার্ট হতে হবে।  বর্তমান প্রজন্মকে আওয়ামী লীগ ধরে রাখতে পারেনি কারণ তাদের পালস বু‌ঝে‌নি। 

বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আসামীকে ধরতেও পুলিশ প্রক্টরের অনুম‌তি ছাড়া ঢুকতে পারবে না। প্রভোস্টের অনুমতি ছাড়া হলের মধ্যে প্রবেশ কর‌তে পারবে না। বাকৃ‌বি ময়মনসিংহের গর্বের প্রতিষ্ঠান। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর প্রতি আহ্বান, মাতৃসম বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখুন।" 

এ বিষয়ে  ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ব থানা আহ্বায়ক মো. রিপন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের দাবিতে আমরা মিছিল করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রতি যথার্থ সম্মান রেখে ও শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। গণতান্ত্রিক দেশে মিছিল, মিটিং করা আমাদের গণতান্ত্রিক অধিকার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি না নিলেও আমরা আমাদের দায়িত্ববোধ থেকে কর্মসূচি পালন করেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যারা সাধারন হিসেবে আছে তারা তো বিষয়টা স্বাভাবিক হিসেবে নেবে। কারণ এজন্যই তো তারা আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে এই বর্তমান বাংলাদেশ। আমরাও তো ওই কাজটি করেছি পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের জন্য আমরা কর্মসূচি পালন করেছি। 

প্রক্টর অধ‌্যাপক ড আব্দুল আলীম জানান, ক‌্যাম্পা‌সে রাজ‌নৈ‌তিক মি‌ছিল নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।গতকা‌লের মিছিল নিয়েও বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সর্বোচ্চ পর্যায়ে আ‌লোচান হয়েছে। ওরা আজও মিছিল করতে চে‌য়ে‌ছিল কিন্তু কর‌তে দেওয়া হয়‌নি। তাদেকে বলা হয়েছে এখা‌নে রাজনী‌তি নি‌ষিদ্ধ। ক্যাম্পাসে মিছিল করার জায়গা না যদি কর‌তে হয় বাহি‌রে কর‌বে।

প্রশাস‌নিক ব‌্যবস্থা নেওয়া হ‌বে কিনা জান‌তে চায়লে অধ‌্যাপক আব্দুল আলীম আ‌রো জানান ' আমরা তাদেরকে চিহ্নিত করতে পারিনি। তবে আমাদের নিরাপত্তা টিম  সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ কর‌ছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close