সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোছা. উম্মে সালমা রাফি মনি।
রংপুর থেকে পড়তে আসা মোছা. উম্মে সালমা রাফি মনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী।
তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকার ইবন সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সালমার বাবা গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার শিকার হোন। তার বাবার চিকিৎসার জন্য এ যাবৎ অনেক অর্থ ব্যায় হয়েছে। জরুরি ভিত্তিতে আরো প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন যা পরিবারটির পক্ষে জোগাড় করা সম্ভব না। যার কারণে তিনি সমাজের বিত্তবান এবং দানশীল ব্যাক্তিদের নিকট আর্থিক সাহায্য চেয়েছেন।
আর্থিক সাহায্য চেয়ে সালমা বলেন, "অত্যন্ত বেদনার্ত এবং অশ্রুসিক্ত নয়নে সকলকে জানাচ্ছি যে, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আমার বাবা। তিনি সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে আহত হয়ে ঢাকার বেসরকারি হাসাপাতাল ইবনে সিনার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ যাবৎ অনেক টাকা ফুরিয়েছি। জরুরি ভিত্তিতে আরো ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।
এমতাবস্থায় আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন এই যে, এই সংকটাপন্ন দুর্দিনে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার বাবা আবারও নতুন জীবন ফিরে পাবেন। আমাদের পরিবারের হাল ধরতে পারবেন। এই মুহুর্তে আপনাদের জরুরি আর্থিক সহযোগিতা একান্ত কাম্য। আপনারা জরুরি আর্থিক সহযোগিতা করে পাশে থাকলে আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
অনুদান পাঠানোর ঠিকানা-
হাফিজুর রহমান পিয়াস (ব্যক্তিগত)
(সালমার ব্যাচমেট)
বিকাশ ও নগদ: ০১৭৫০৪৮৮৩২৭
উম্মে সালমা (ব্যক্তিগত)
বিকাশ ও নগদ: ০১৮৬৫৪৮১৬৮১
ব্যাংক হিসাব- মো. আসাদুজ্জামান নূর
(সালমার ব্যাচমেট)
ডাচবাংলা ব্যাংক লি. হিসাব নং : ৭০১৭৩২৫৯৫১৯৪০
কেকে/বি