উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সঙ্গে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি এবং জেনেটিক অ্যাকুয়া হ্যাচারি অ্যান্ড ব্রিডার্স-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনাড়ম্বর আয়োজনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ফিশ ল্যাবরেটরি ও হ্যাচারি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভাগের উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিন “জলতরঙ্গ ২.০”-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এর উপনির্বাহী পরিচালক চন্দন চার্লস গোমেজ, জেনেটিক অ্যাকুয়া হ্যাচারি অ্যান্ড ব্রিডার্স-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জিল্লুর রহমান, লখপুর গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সফিউল্লা খানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসান। তিনি বলেন,“আজকের তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এফএমবি বিভাগ জাতীয় পর্যায়ের গবেষণা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আরও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষাবাদ পদ্ধতির মাধ্যমে মৎস্য গবেষণা আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,“ফিশারিজ বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ স্বাক্ষরিত তিনটি এমওইউ শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করবে। এতে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতিও জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত হবে।”
কেকে/ এমএস