চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে সাহিত্য সংগঠন ‘চবিয়ান পাঠচক্র’।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিবিএ অনুষদের প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
চবিয়ান পাঠচক্রের প্রচার সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় ছাত্রদল, ছাত্রশিবির, বামজোটসহ স্বতন্ত্র সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীরা মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী শহীদুল কায়সার, ছাত্র শিবিরের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী হারেজুল ইসলাম, ছাত্র শিবিরের মনোনীত সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী জিহাদ হোসাইন, বিনিমার্ণ শিক্ষার্থী ঐক্যের রানা কান্তি দাশ, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ওয়ালিদুর রহমান রাফিজ।
প্রার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. রাফছান, মো. নিয়াজ মাখদুম, মো. মোজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম সজল, মুহাম্মদ নাঈম উদ্দীন, অন্তর মন্ডল, সিয়াম আল ইহসান, পার্থ চৌধুরী, আরাফাত ইসলাম রিফাত, তানজির রহমান, সানোয়ার আলম শিহাব, মনষা ত্রিপুরা ও জাহেদুল ইসলাম জিকু।
শহীদুল কায়সার বলেন, ‘ছাত্ররা যাকে প্রতিনিধি হিসেবে যোগ্য মনে করবে, তিনিই নির্বাচিত হবেন। নির্বাচিত যে-ই হোক, আমি আমার অবস্থান থেকে সব সময় সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা নিয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’
হারেজুল ইসলাম বলেন, ‘আমরা নির্বাচিত তো প্রত্যেকেই হতে পারবো না। যে-ই নির্বাচিত হই না কেন, সবাই একসাথে কাজ করবো। বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রোধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ইনশাআল্লাহ।’
শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হল সংসদের পদপ্রার্থী মনষা ত্রিপুরা বলেন, ‘সবাই একসাথে আলোচনায় বসতে পেরে মনে হচ্ছে যেন, আমরা অলরেডি নির্বাচিত হয়ে চাকসুর পরবর্তী কার্যক্রম শুরু করে দিয়েছি।’
কেকে/এমএ