যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় প্রথম বারের মতো স্থান পেয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ১৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। মাভাবিপ্রবি বিশ্ব তালিকায় ১২০১–১৫০০ অবস্থানে রয়েছে। গবেষণার মান সূচকে এটি বিশ্বব্যাপী ৭৪৬তম অবস্থান অর্জন করেছে, International Outlook সূচকে দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ৭ম স্হান অর্জন করেছে। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে ২য় স্থানে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বের প্রশাসন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বৃদ্ধির জন্য কোন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে বিগত বছরগুলোতে বিশ্ব র্যাঙ্কিংয়ে নাম লেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। চব্বিশে ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বৃদ্ধির জন্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমানকে আহ্বায়ক ও সাইবার সেন্টারের পরিচালক ড. মো. জিয়াউর রহমানকে সদস্য সচিব করে কোয়ালিটি রিভিউ ও র্যাঙ্কিং কমিটি গঠন করেন।গত বছরের মার্চ মাস থেকে এই কমিটি র্যাঙ্কিং সংশ্লিষ্ট তথ্য প্রেরণ আসছে। এর পরিপ্রেক্ষিতে প্রথম বছরেই বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয় টি।
কোয়ালিটি রিভিউ ও র্যাঙ্কিং কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান এ অর্জনকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমাদের র্যাঙ্কিং যাত্রায় প্রাথমিক এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার। Quacquarelli Symonds (QS) র্যাঙ্কিং ও জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত ইমপ্যাক্ট র্যাংকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে। সম্প্রতি এ কমিটি কিউএস র্যাঙ্কিং সিস্টেম এর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদকে নিয়ে ওয়েবিনার আয়োজন করে। সবার সম্মিলিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে আরো সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব।
কেকে/ এমএস