বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন- বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে দুষ্কৃতকারীদের ঝটিকা মানববন্ধনের চেষ্টার ঘটনায় থানায় জিডি করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শ্রম কর্মকর্তা রাকিবুজ্জামান।
জিডিতে বলা হয়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কতিপয় দুষ্কৃতকারী অনৈতিক সুবিধা নিতে জোরপূর্বক বিআরটিসি ভবনে ঢোকার চেষ্টা করে। পরে বিআরটিসির কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এতে বলা হয়, ঢাকা-মুন্সীগঞ্জ রোড দখলে নিতে কিছু ব্যক্তি নানাভাবে দেনদরবার করছিল।
লিজ পদ্ধতি বন্ধ থাকায় রোড দখলে নেওয়ার সুযোগ নেই জেনেও বিআরটিসিকে চাপে ফেলতে এ ধরনের কাজ করা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সারা দেশে কর্মকর্তাদের বলে দিয়েছি। এভাবে চোরাগুপ্তা মানববন্ধন অথবা হামলা করতে চাইলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে। গতকাল ঝটিকা মানববন্ধন বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি করে দিয়েছি। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি জিডি করেছি। বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। ৫ আগস্ট-পরবর্তী অদম্য বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিআরটিসি নিজস্ব জনবল দিয়ে অধিকাংশ কার্যক্রম পরিচালনা করে, আমি দায়িত্ব নেওয়ার পর বাস লিজ পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এই পদ্ধতিতে একসময় বিআরটিসিতে লুটতরাজ হয়েছে। এটা হতে দেওয়া হবে না।’