সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ      সালমান শাহ ইস্যুতে এবার মুখ খুললেন শাবনূর      আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, কাজ কমিয়ে দেওয়া হবে      জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত : রিজওয়ানা      রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার      প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান      ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩      
খেত খামার
ইউটিউব দেখে ড্রাগন চাষ, ভাগ্য বদল সুন্দরগঞ্জের শাহাবুদ্দীনের
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৬:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইউটিউবের এক সাধারণ ভিডিওই বদলে দিয়েছে এক কৃষকের জীবন। কৌতূহল, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শাহাবুদ্দীন মন্ডল আজ ড্রাগন ফলের সফল উদ্যোক্তা।

তিন বছর আগে শখের বশে ৩ একর জমিতে ড্রাগন চাষ শুরু করেছিলেন তিনি। কিন্তু, প্রথম বছরেই সঠিক পরিচর্যার অভাব, রোগবালাই ও প্রতিকূল আবহাওয়ার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। প্রায় ২০-২২ লাখ টাকা লোকসান হলেও হাল ছাড়েননি শাহাবুদ্দীন। নতুনভাবে পথচলার দৃঢ় সিদ্ধান্ত নেন তিনি।

উপজেলা কৃষি অফিসের সহায়তায় প্রশিক্ষণ নেন, উন্নত জাতের চারা সংগ্রহ করেন এবং নিয়মিত পরামর্শ নিয়ে শুরু করেন নতুনভাবে। প্রথম বছরেই তিন লাখ টাকার আয় হয়। এবার জমি বাড়িয়ে ৪ একরে চাষ করেছেন, বিক্রি করেছেন প্রায় ৯ লাখ টাকার ড্রাগন। খরচ বাদে লাভ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ টাকা। লোকসানের গ্লানি পেছনে ফেলে আজ শাহাবুদ্দীন মন্ডল এক অনুপ্রেরণার নাম। ইউটিউবের সেই শখের চাষ আজ তার জীবনের বাস্তব সাফল্যে রূপ নিয়েছে।

শুধু ড্রাগন নয়, শাহাবুদ্দীন এখন মিশ্র কৃষিতেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই জমিতে বস্তায় আদা, কলা, পুকুরে মাছ, গরুর খামার ও লেয়ার মুরগি পালন করছেন তিনি। সব মিলিয়ে গড়ে তুলেছেন ‘এস আর এগ্রো ফার্ম’। বর্তমানে তার ফার্মে কর্মসংস্থান হয়েছে ১৫-২০ জন বেকার যুবকের।

স্থানীয় তরুণ আরিফুল ইসলাম বলেন, ‘আগে ভাবতাম কৃষি মানেই শুধু ধান আর ভুট্টা। কিন্তু, শাহাবুদ্দীন ভাই প্রমাণ করেছেন, সঠিক চিন্তা ও পরিকল্পনা থাকলে কৃষিও হতে পারে সফল ব্যবসায়। তার ফার্ম দেখে আমরা অনেকেই নতুনভাবে কৃষি নিয়ে ভাবতে শুরু করেছি।’

প্রবীণ কৃষক আজিজুল হক বলেন, ‘আমরা সারাজীবন পরিচিত ফসলই চাষ করেছি। শাহাবুদ্দীনের এই নতুন ফসলের চাষ আমাদেরও উৎসাহ দিয়েছে। এখন অনেকেই তার কাছ থেকে শেখার চেষ্টা করছে।’

স্থানীয় হাবিবুর রহমান হবি বলেন, ‘শাহাবুদ্দীনের সাফল্য আমাদের গ্রামের গর্ব। এমন চিন্তা ও পরিশ্রম সমাজের চিত্র বদলে দিতে পারে। তার মতো মানুষই গ্রামীণ উন্নয়নের চালিকা শক্তি।’

শাহাবুদ্দীন মন্ডল বলেন, ‘ইউটিউব দেখে চাষ শুরু করেছিলাম। প্রথমে ক্ষতি হয়েছিল, কিন্তু হাল ছাড়িনি। কৃষি অফিসের সহযোগিতায় নতুন করে শুরু করি। এখন ফলন ভালো, দামও ভালো পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখন প্রায় ৬ হাজার বস্তায় আদা চাষ করেছি। ফলন দারুণ হয়েছে। পাশাপাশি মাছ, গরু ও মুরগির খামারও চলছে। আগামী বছর ফার্মটা আরও বড় করার পরিকল্পনা রয়েছে।’

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির বলেন, ‘শাহাবুদ্দীন একজন উদ্যমী কৃষক। প্রথম দিকে কিছু ভুল হয়েছিল, আমরা সরেজমিনে গিয়ে পরামর্শ দিয়েছি। তাকে “নতুন ফসল পরিচর্যা” ও “বাণিজ্যিক ফল চাষ ব্যবস্থাপনা” বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উন্নত জাতের চারা, জৈব সার, সেচ ও রোগবালাই ব্যবস্থাপনায় নিয়মিত সহায়তা ও ফলো-আপ করেছি। তার সাফল্য নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সুন্দরগঞ্জে ড্রাগনসহ নানা অপ্রচলিত ফসলের চাষ সম্প্রসারণে কাজ করছি, যাতে কৃষকরা একমুখী চাষ থেকে বের হয়ে বহুমুখী আয়ে যুক্ত হতে পারেন। শাহাবুদ্দীনের মতো উদ্যমী কৃষক আমাদের প্রচেষ্টার সফল উদাহরণ।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  ড্রাগন চাষ   সুন্দরগঞ্জ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রৌমারীতে ওপেন হাউজ ডে পালিত
জুলাই আন্দোলনের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম সিড কোম্পানির চুক্তি
ইসকনবিরোধী মিছিলকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলায় প্রতিবাদ
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক ছিদ্দিকুর

সর্বাধিক পঠিত

গজারিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
যথা সময়ে নির্বাচন দিতে হবে : মঞ্জুরুল ইসলাম
নালিতাবাড়ীতে মাদকসেবী যুবকের কারাদণ্ড
রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক ছিদ্দিকুর

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close