বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: মাঠের নেতাকে চায় স্থানীয় বিএনপি      সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে ব্যবসায়ীদের      ত্যাগীদেরই চায় তৃণমূল      স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?      শোকজ নয়, তিন বিচারপতির কাছে তথ্য চাওয়া হয়েছে : সুপ্রিম কোর্ট      কী আছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায়      এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ      
দেশজুড়ে
বিএনপি নেতার মুক্তিতে বাধা উপদেষ্টা আসিফের—সংবাদ সম্মেলনে অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ৬:২৭ পিএম
শাহআলম সরকার

শাহআলম সরকার

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও কারাগার থেকে মুক্তি পাননি কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহআলম সরকার। মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও ‘ওপর মহলের নির্দেশে’ তাকে না ছাড়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। এ সময় তারা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘হস্তক্ষেপের’ অভিযোগ করেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘মুরাদনগরে আলোচিত ত্রিপল মার্ডারের সুষ্ঠু তদন্তে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকা দরকার ছিল, আমরা দেখলাম এই হত্যাকাণ্ডে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা নেননি। কারণ, ত্রিপল মার্ডারের ঘটনায় তিন মাসের বেশি সময় পার হলেও এই হত্যাকাণ্ডের যে মূলহোতা শিমুল চেয়ারম্যানকে এখনও গ্রেফতার করতে পারেনি তারা। এতেই বোঝা যায়, প্রশাসনের পক্ষপাতিত্ব। 

তারা আরও বলেন, ‘আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার ও তার চাচাতো ভাই ওবায়দুল্লাহ এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা। মামলার বাদীও উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শাহআলম সরকারকে গ্রেফতার করা হয়। অথচ মামলার এজাহারের শাহ আলম চেয়ারম্যানের নাম নেই।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মামলার এজাহারে যে শাহআলমের নাম আছে, সেই শাহআলমের বয়স ৪০, পিতা অজ্ঞাত। অথচ শাহআলম সরকারের বয়স ৭৫ বছর। তিনি একজন সুনামধন্য ব্যক্তি। শাহআলম সরকার আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উনার পিতার নাম জানেন না ওই ইউনিয়নে এমন কেউ নাই। এই মামলার মূল আসামি শিমুল চেয়ারম্যানকে বাঁচানোর জন্যই শাহআলম চেয়ারম্যানকে এই মামলায় ফাঁসানো হয়। আমরা বিএনপি আইনগতভাবে এই গ্রেফতারের মোকাবেলা করেছি।’

বক্তারা আরও বলেন, ‘শাহআলমের আইনজীবীরা উচ্চ আদালত এবং নিন্ম আদালতে জামিন চান। দীর্ঘ দুই মাস ২৩ দিন পর হাইকোর্ট শাহআলম সরকারকে জামিন দেযন। এই জামিনের অর্ডার আসার পরে উকিলরা কুমিল্লা কারাগারে কারা মুক্তির আবেদন করেন। জেলখানায় প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পর সোমবার (২০ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়ার জন্য জেলারের রুমে নিয়ে আসা হয়। জেলারের রুমে আসার পর কোথা থেকে জানি ফোন আসে। পরে জেলার বলেন, ওপর মহলের নির্দেশ আছে, তাকে ছাড়া যাবে না। পরে শাহআলমকে আবার কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। আমরা গতকাল সারাদিন এবং আজ কারাগারের সামনে অপেক্ষা করছি। কিন্তু তাকে এখনও কারামুক্ত করা যায়নি।’ 

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ‘এ মিথ্যা মামলায় শাহআলমকে গ্রেফতার হওয়ার পর থেকে তার জামিন যাতে না হয়, এ জন্য উদ্দেশ্যমূলকভাবে বাধা দেওয়া হচ্ছে। আমাদের আশঙ্কা- শাহআলমের জামিন যেন না হয়, এ জন্য একটি ক্ষমতাসীন গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে খুনি হাসিনার সময় যেভাবে মানুষকে জেল গেট থেকে ধরে যাওয়া হতো, যেভাবে মানুষকে দিনের পর দিন জেলে রাখা হত, ঠিক সেই চেষ্টা করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে- এখানে সরাসরি উপদেষ্টা আসিফ মাহমুদ হস্তক্ষেপ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

‘আমরা প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, ফ্যাসিস্ট হাসিনার সময়ের মতো করে যেন শাহআলমকে আটকে রাখা না হয়। তাকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। আর মুরাদনগরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, তা যেন বন্ধ হয়। আমরা প্রধান উপদেষ্টা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও এডভোকেট তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, এডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন, এডভোকেট মহসিন ও এডভোকেট আব্দুর রাজ্জাক।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতা   মুরাদনগর   উপদেষ্টা আসিফ মাহমুদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাঠের নেতাকে চায় স্থানীয় বিএনপি
রাজপথ দখলে বহিষ্কৃতদের ফেরাচ্ছে আওয়ামী লীগ
সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে ব্যবসায়ীদের
ত্যাগীদেরই চায় তৃণমূল
উন্নয়ন প্রকল্পগুলোয় কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সর্বাধিক পঠিত

ফরেস্টারদের কাঙ্ক্ষিত পদোন্নতিকে স্বাগত জানাল বিএফএ
আগামী নির্বাচন সহজ হবে না : এমএ খালেক
মাঠের নেতাকে চায় স্থানীয় বিএনপি
ত্যাগীদেরই চায় তৃণমূল
মাল্টা চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষি আতর আলী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close