রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রায়েরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, মোবাইল ফোন এবং বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. জাহিদ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘রায়েরবাজার এলাকা থেকে এনএসআই’র কথিত এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
এসি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজারের ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করছে—এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় আনে।
থানায় আসার পর জাহিদ নিজেকে এনএসআই’র কর্মকর্তা পরিচয় দেন এবং নানা ধরনের কথা বলতে থাকেন। তবে তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার একপর্যায়ে তার প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়।
এসময় তার দেহ তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার ভুয়া কার্ড পাওয়া যায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে মোহাম্মদপুর এলাকায় প্রভাব খাটাতো। মানুষের বাড়ি ও জমি দখল, তদবির বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
কেকে/ এমএস